হুমায়ুন কবির
শোন মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করি মাঠে চল,
এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।
নদীর কিনার ঘন ঘাসে ভরা
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা
করিস না দেরি- আসিয়া পড়িবে সহসা অথই জল
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল।
এখনো যে মেয়ে আসে নাই ফিরে- দুপুর যে বয়ে যায়।
ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়।
নদীর কিনার জলে একাকার,
যেদিকে তাকাই অথই পাথার,
দেখতো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কি ও পাড়ায়?
এখনো ফিরিয়া আসে নাই সে কি? দুপুর যে বয়ে যায়।
ভরবেলা গেলো, ভাটা পড়ে আসে, আঁধার জমিছে আসি,
এখনো তবুও এলো না ফিরিয়া আমিনা সর্বনাশী।
দেখ্ দেখ্ দূরে মাঝ-দরিয়ায়,
কাল চুল যেন ঐ দেখা যায়-
কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে ভাসি?
আমিনারে মোর নিল কি টানিয়া মেঘনা সর্বনাশী।
English version of this poem
Charles Kingsley
'O MARY, go and call the cattle home,
And call the cattle home,
And call the cattle home,
Across the sands of Dee.'
The western wind was wild and dark with foam, 5
And all alone went she.
The western tide crept up along the sand,
And o'er and o'er the sand,
And round and round the sand,
As far as eye could see. 10
The rolling mist came down and hid the land:
And never home came she.
'O is it weed, or fish, or floating hair—
A tress of golden hair,
A drownèd maiden's hair, 15
Above the nets at sea?'
Was never salmon yet that shone so fair
Among the stakes of Dee.
They row'd her in across the rolling foam,
The cruel crawling foam, 20
The cruel hungry foam,
To her grave beside the sea.
But still the boatmen hear her call the cattle home,
Across the sands of Dee.
English version of this poem
The Sands of Dee
byCharles Kingsley
'O MARY, go and call the cattle home,
And call the cattle home,
And call the cattle home,
Across the sands of Dee.'
The western wind was wild and dark with foam, 5
And all alone went she.
The western tide crept up along the sand,
And o'er and o'er the sand,
And round and round the sand,
As far as eye could see. 10
The rolling mist came down and hid the land:
And never home came she.
'O is it weed, or fish, or floating hair—
A tress of golden hair,
A drownèd maiden's hair, 15
Above the nets at sea?'
Was never salmon yet that shone so fair
Among the stakes of Dee.
They row'd her in across the rolling foam,
The cruel crawling foam, 20
The cruel hungry foam,
To her grave beside the sea.
But still the boatmen hear her call the cattle home,
Across the sands of Dee.
আরো নতুন নতুন কবিতা পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
ReplyDeletewww.valobasargolpo2.xyz
আসলে এইরকম কবিতা এখন আর হয়না, আগের কবিরা কি মেধাবী ছিল
ReplyDelete