Friday, February 3, 2012

কোন কোন দিন




কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে মাটি,
কোন কোন দিন
মানুষের কোলাহল।

কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে নদী,
কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে জল।
কোন কোন দিন
প্রিয় হয়ে উঠি আমি,
আমার দুঃক্ষ আমার দীর্ঘঃস্বাস।

কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে শত্রু,
তুমি হয়ে ওঠো আমার সর্বনাশ।

কোন কোন দিন
প্রিয় হয়ে ওঠে ঘৃণ্য,
প্রিয় হয়ে ওঠে মৃত্যু।

কোন কোন দিন 
(নির্মলেন্দু গুণ)
আবৃত্তি: শিমুল মুস্তাফা

2 comments:

  1. আরো নতুন নতুন কবিতা পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete
  2. আমার খুব ভালো লেগেছে....

    ReplyDelete