Friday, March 12, 2010

বৃষ্টি মানে


মোফাজ্জেল করিম


বৃষ্টি মানেই বুকের ভেতর কর্ষিত মাঠ ওলোট পালোট।
হালট ডালট উপচে ওঠার ভরা কটাল।
বৃষ্টি মানেই সর্ষ ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ।
নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ণ।

বৃষ্টি মানে শুভ্র তনু, উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ,
অষ্টপ্রহর পলকবিহীন দেখছি কেবল, দেখছি কেবল।
বৃষ্টি মানেই টেনে টুনে একটি কাথায় সহমরণ।

বৃষ্টি মানেই নষ্ট প্যাঁচ এক ত্যাগ গড়িয়ে অথৈ পুকুর দুঃখবিলাস।
কখনও বা দুঃখ ঝরে টাপুসটুপুস ভীষণ গোপন।
বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর।


Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

  1. আরো নতুন নতুন কবিতা পড়তে চাইলে আমার সাইটে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete